บาคาร่า หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต
บาคาร่า หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต
ajkeralo - সত্য সন্ধানে প্রতিখন, আজকের আলো ডটকম
Home Blog

জগন্নাথপু‌রে কি‌শোরকণ্ঠ মেধাবৃ‌ত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপু‌রের কি‌শোরকণ্ঠ মেধাবৃ‌ত্তি পরীক্ষা ২০২৫ এর জগন্নাথপুর স্বরুপচন্দ্র উচ্চ বিদ‌্যালয় এ উপ‌জেলা ৬‌টি হ‌লে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৩৬৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার (৩১ অ‌ক্টোবর) সকাল ১০ টা ১১ টা ৩০ মি‌নিট পর্যন্ত বিভিন্ন বিষ‌য়ে উপর মেধা ভি‌ত্তিক পরীক্ষা চ‌লে। এ সময় অ‌তি‌থি হি‌সে‌বে হল প‌রিদর্শন ক‌রেন এম‌পি প্রাথী এড‌ভো‌কেট ইয়াসীন খান, তি‌নি ব‌লেন, ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ও লালনে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান আর্তমানবতার পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, ত্রাণ বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষ রোপন কর্মসূচি, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান সহ সমাজ ও ছাত্রকল্যাণমূলক কাজের মাধ্যমে কিশোরকণ্ঠ শিক্ষার্থীদের মানবকল্যাণ মূলক কাজে উৎসাহিত করছে। আরো হল পরিদর্শক হিসাবে উপস্থিত ছিলেন স্বরুপচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুর,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আজাদ আলী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি সাংবা‌দিক তাজ উ‌দ্দিন আহমদ,হল পরিদর্শক জামাল উ‌দ্দিন বেলাল, রেজাউল ক‌রিম রিপন,সাংবাদিক গোলাম সারোয়ার, তৈয়বুর রহমান, ফরহাদ আহমদ রেহান সহ আ‌রো অ‌নে‌কেই । হল প্রধা‌নের দায়িত্ব পালর ক‌রেন কি‌শোর কন্ঠ পাঠক ফোরা‌মের উপ‌জেলা দা‌য়িত্বশ‌ীল আবু তা‌হের, জ‌সিম উ‌দ্দিন সরকার। হ‌লে‌র দা‌য়িত্ব পালন ক‌রেন ক‌য়েছ মামুন, রুহুল আমীন, শা‌হিনুর রহমান, মাহমুদ আল হাসান, রায়হান আহমদ, নাঈম শ‌রিফ, নজরুল ইসলাম, মু্জ্জা‌মিল আহমদ, সালমান আহমদ, তান‌ভির আহমদ, আব্দুল্লাহ আল নোমান। স্বেচ্ছা‌ সেব‌কের দা‌য়ি‌ত্বে ছি‌লেন হোসাইন আহমদ, ফা‌হিম আহমদ, আহ‌মেদ মুত্তা‌কি, ফা‌হিম শ‌রিফ, মু‌হিবুল্লাহ, শা‌য়েক আহমদ, রেজাউল আহমদ, সুজন আহমদ সহ আ‌রো অ‌নে‌কেই। অ‌ভিভাবক ব‌লেন, মাদক, অপসংস্কৃতি, ঘুষ ও সন্ত্রাসে নিমজ্জিত সমাজে সত্য ও সুন্দরের পক্ষে কিশোরকণ্ঠের ভূমিকা অতুলনীয়।##

জগন্নাথপুরে সৈয়দ তালহা আলমের সমর্থনে নির্বাচনী জনসভা

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত ১২ দলীয় জোট সমর্থিত বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ তালহা আলমের সমর্থনে সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগষ্ট) বিকেল ৪ টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে সৈয়দপুর বাজারে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর-সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের আহবায়ক বিশিষ্ট লেখক, কবি ও গবেষক ও ইসলামি চিন্তাবিদ, হাকিম মাওঃ সৈয়দ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম।

জমিয়তের জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম শাহিনুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক এবং জামালগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ রশীদ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওঃ শায়েক হোসাইন আহমদ দরমপুরী, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাও. নুরুল হক বিশ্বনাথী।

বক্তব্য রাখেন- প্রবীণ জমিয়ত নেতা হাজী আব্দাল হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হাজী সৈয়দ উজায়েরুল হক মগনু, শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাও. খলিলুর রহমান, জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এরশাদ খান আল হাবিব, শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আফাজ আহমেদ, জগন্নাথপুর পৌর শাখার সদস্য সচিব লিটন মিয়া, কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ শামসুল হক, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি হাজী আনোয়ার মিয়া, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সভাপতি মৌলভী সুজাদ আলী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন যুব জমিয়ত নেতা শামসুর রহমান মিটু, সৈয়দপুর-সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ইউপি সদস্য খুর্শেদ আলী।

স্বাগত বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সৈয়দ একরামুল ইসলাম।
শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাজী আনহার উদ্দিন। পরে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়

জগন্নাথপুরে “একজোট বন্ধু মহল যুব সংগঠন” এর আত্মপ্রকাশ

রিপোর্ট: আমিনুর রহমান জিলু 

সুনামগঞ্জের জগন্নাথপুর ও আশেপাশের এলাকার ৫৭ জন তরুণের উদ্যোগে গড়ে উঠেছে সামাজিক ও মানবিক সংগঠন “একজোট বন্ধু মহল যুব সংগঠন”।
২০১৯ সালের ১৫ আগস্ট “একজোট বন্ধু মহল” নামে বন্ধুত্বের বন্ধন থেকে যাত্রা শুরু করা এ সংগঠনটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যুব সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে।

“একজোট বন্ধু মহল যুব সংগঠন”-এর মূল লক্ষ্য হলো— অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক অবক্ষয় রোধে প্রচার কার্যক্রম চালানো এবং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা। সংগঠনের মূলনীতি হচ্ছে— সত্য, একতা ও বিশ্বাস।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কমিটি গঠন করেনি। কারণ হিসেবে উল্লেখ করা হয়, “এই সংগঠনের মূলনীতি হলো সবাই মিলে একতাবদ্ধভাবে মানুষের সেবা করা। প্রতিটি সদস্যই নিজ দায়িত্ব থেকে সমাজের পাশে থাকার অঙ্গীকার করেছেন।” তবে সংগঠনের আর্থিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দুইজন সদস্যকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

দেশে-বিদেশে সদস্যদের অংশগ্রহণ
দেশে ও প্রবাসে থাকা নবীন-প্রবীণদের সমন্বয়ে সংগঠনটি কার্যক্রম চালাচ্ছে। প্রবাসী সদস্যরা নিয়মিত যোগাযোগ, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে সংগঠনের শক্তিকে আরও সমৃদ্ধ করছেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য প্রবাসী সদস্যরা হলেন—

মোঃ রুহুল আমীন (উমান প্রবাসী, কেশবপুর)

মোঃ ইমন আহমদ (দুবাই প্রবাসী, চিলাউড়া রসুলপুর)

মোঃ শাহান আহমদ (ইতালি প্রবাসী, চিলাউড়া রসুলপুর)

মোঃ আলিফ উদ্দিন (সৌদি আরব প্রবাসী, চকাছিমপুর)

মোঃ লাবিব আহমদ (সৌদি আরব প্রবাসী, এরালিয়া)

মোঃ জুনাক আহমদ (ফ্রান্স প্রবাসী, চিলাউড়া রসুলপুর)

এছাড়া কেশবপুর, চিলাউড়া, এরালিয়া, ইসাহাকপুর, হবিবপুর আশিঘর, ঘোষগাঁও, সৈয়দপুর, বনগাঁও ও পাটলীসহ জগন্নাথপুরের বিভিন্ন এলাকার তরুণরা সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন এই সংগঠনে। তারা হলেন-

১. শাহ্ মো রুকন আলী – আছিম শাহ্ দরবার শরীফ জগন্নাথপুর
২. মো আলি হায়দার শাওন – কেশবপুর পশ্চিম পাড়া
৩. মো : মাছুম খান – কেশবপুর
৪. মো তোহাদ তালুকদার – হবিবপুর আশিঘর
৫. মো জমজম আহমদ – চিলাউড়া
৬. মো আরমান খান – চিলাউড়া
৭. মো নাইম আহমদ – কেশবপুর
৮. মো ইব্রাহিম পাশা – কেশবপুর
৯. মো রুয়েল আহমদ – কেশবপুর
১০. মো শাহান মিয়া – চিলাউড়া
১১. মো নাইম আহমদ – ইসাহাকপুর
১২. মো আক্তার আলী – হবিবপুর আশিঘর
১৩. মো সিরাজুল ইসলাম – চিলাউড়া
১৪. মো আরিয়ান সাদিক – কেশবপুর
১৫. মো ফাবেল আহমেদ – পাটলী
১৬. মো মুকিত হাসান – কেশবপুর
১৭. মো নুরুল জামান হাসান – ইসাহাকপুর
১৮. মো রিমন মিয়া – হবিবপুর আশিঘর
১৯. মো নাজিম আহমদ – কেশবপুর
২০. মো সাকিল আহমদ – কেশবপুর
২১. মো রাজ আহমদ – বাড়ি জগন্নাথপুর
২২. মো মাহফুজ আহমদ ১ – চিলাউড়া
২৩. মো নাজমুল আহমদ – চিলাউড়া
২৪. মো মুনেম আহমদ – এরালিয়া
২৫. মো সাইদুর মিয়া ১ – কেশবপুর
২৬. মো মুজাহিদ আহমদ – চিলাউড়া
27. মো অনিক আহমদ – চিলাউড়া
২৮. মো সাকিল মিয়া – কেশবপুর
২৯. মো তানভির আহমদ – বনগাঁও
৩০. মো এনাম আহমদ – কেশবপুর
৩১. মো মুরাদ আহমদ – বাড়ি জগন্নাথপুর
৩২. মো আরিয়ান আহমদ অপু – কেশবপুর
৩৩. মো সুহান আহমদ – হবিবপুর আশিঘর
৩৪. প্রশন্ত রাজ – হবিবনগর
৩৫. মো সাফায়ত মিয়া – কেশবপুর
৩৬. মো সাইদুর মিয়া ২ – কেশবপুর
৩৭. মো মামুন মিয়া – চিলাউড়া
৩৮. মো মাহফুজ আহমদ ২ – চিলাউড়া
৩৯. মো মাহিন আহমেদ – এরালিয়া
৪০. মো সাহেল আহমদ – কেশবপুর
৪১. মো রাহুল আহমদ – কেশবপুর
৪২. মো সুজল আহমদ – কেশবপুর
৪৩. মো সুহেল আহমদ – হবিবপুর আশিঘর
৪৪. মো আমজাদ আলী – হবিবপুর আশিঘর
৪৫. মো জুবায়ের আহমদ – চিলাউড়া
৪৬. মো শাহ্ মারুফ আহমদ – হবিবপুর আশিঘর
৪৭. মো শাহান আহমদ – ঘোষগাও
৪৮. মো আলাউদ্দিন তালুকদার – সৈয়দপুর
৪৯. মো রেদোয়ান আহমদ – কেশবপুর
৫০. মো মুজিবুর রহমান – হবিবপুর আশিঘর
৫১. মো ইকবাল হোসেন – ইসাহাকপুর

সংগঠনের ৫৭ জন সদস্য একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সমাজসেবায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা আশাবাদী, “একজোট বন্ধু মহল যুব সংগঠন” মানুষের কাছে সম্মান ও ভালোবাসার স্থান করে নিতে সক্ষম হবে।

সংগঠনের পক্ষ থেকে প্রবাসী সদস্যদের জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও অকৃত্রিম ভালোবাসা।

জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২০২৫-২৬ মৌসুমের কমিটি গঠন

রিপোর্ট: আমিনুর রহমান জিলু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন  ২০২৫-২৬ মৌসুমের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল কালাম আকন এবং পরিচালনা করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য তফজ্জুল হক সুমন। এতে উপজেলা জুড়ে সক্রিয় সকল ক্রিকেট দলের প্রতিনিধি, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, খেলোয়াড় ও পূর্ববর্তী কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে দ্বিতীয় বারের মতো শামসুল ইসলাম শাওনকে সভাপতি এবং জুবেদ মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। নতুন কমিটির প্রতি সদস্যরা আস্থা ও সমর্থন ব্যক্ত করেন এবং আগামী মৌসুমে ক্রিকেটের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুদীপ ভট্টাচার্য, আবু হেনা রনি, হুসেন আলী, আসাদ লাল, জাকারিয়া আহমদসহ আরও অনেকে। এছাড়াও ২০২৪-২৫ মৌসুমের কার্যকরী কমিটির সকল সদস্য, উপজেলার বিভিন্ন ক্রিকেট ক্লাবের টিম প্রতিনিধি ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জগন্নাথপুরে ক্রিকেটের জনপ্রিয়তা ও মান বৃদ্ধিতে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা আশা প্রকাশ করেন যে নতুন নেতৃত্বের অধীনে আসন্ন মৌসুমে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় টুর্নামেন্ট আয়োজন করা হবে এবং তরুণ ক্রিকেটারদের জন্য প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ বাড়ানো হবে।

নতুন সভাপতি শামসুল ইসলাম শাওন তার বক্তব্যে বলেন, “দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। সকলের সহযোগিতায় আমরা জগন্নাথপুরের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবো।”
সাধারণ সম্পাদক জুবেদ মিয়া বলেন, “আমরা চেষ্টা করবো খেলোয়াড়দের জন্য একটি সুষ্ঠু ও মানসম্মত খেলাধুলার পরিবেশ তৈরি করতে। সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানটি ছিল এক আনন্দঘন মিলনমেলা, যেখানে খেলোয়াড়, সংগঠক ও অতিথিরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং ক্রিকেটের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় ‘জল নেতি’ উপহার দিলেন আহমেদ হোসাইন ছানু

আয়শা সিদ্দিকা সাথী, খুলনা থেকে:

খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় আজ ১৪ই আগষ্ট ঐতিহ্যবাহী ‘জল নেতি’ উপহার দিয়েছেন আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানু। দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত জনাব আহমেদ হোসাইন ছানু মূলত সিলেটের সন্তান হলেও পেশাগত কর্মকাণ্ডে ঢাকা কেন্দ্রিক।খুলনা আর্ট একাডেমি একটি স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যেখানে ছবি আঁকা, সংগীত, আবৃত্তি, হাতের লেখা ও চারুকলা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়ক প্রশিক্ষণ দেওয়া হয়। ২০০৩ সাল থেকে এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন প্রতিষ্ঠাতা পরিচালক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস। শুধু পেশাগত প্রশিক্ষণ নয়, শিশুদের মানুষ গঠন, আচরণ ও সৃজনশীলতায় অনুপ্রেরণা জোগাতেও তিনি সমানভাবে নিবেদিত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চা করে সমাজের মানবিকতা ও অসঙ্গতিগুলো লেখনির মাধ্যমে তুলে ধরছেন।সম্প্রতি চিত্রশিল্পী মিলন বিশ্বাস তার প্রতিষ্ঠিত আর্ট একাডেমিতে একটি জাদুঘর গড়ে তুলেছেন, যেখানে সংরক্ষিত হচ্ছে দেশের হারিয়ে যাওয়া নানান ঐতিহ্য। এর মধ্যে রয়েছে কৃষকের ব্যবহৃত টুপরি, ঘরামি কাজে ব্যবহৃত কাঠ ছিদ্র করার কূণ, গ্রামীণ প্রদীপ রাখার দেউরীসহ প্রায় ১৫০ধরনের প্রাচীন সামগ্রী।ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্য সম্পর্কে মিলন বিশ্বাস বলেন, “আমি একজন চিত্রশিল্পী। আমি যদি শুধু অন্যদের মতো চলি, তবে আমার সাধনার বিশেষত্ব থাকবে না। নিত্যনতুন সৃষ্টি করে সমাজকে কিছু উপহার দেওয়াই আমার ধর্ম। আমি বিশ্বাস করি শরীরের ঘাম কখনো বেইমানি করে না।”তিনি জানান, ২০২৫ সালের ৭ই মে যমুনা টিভি তার জীবন ও কর্মকাণ্ড নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছে, যা তার কাছে বড় প্রাপ্তি। এজন্য তিনি যমুনা টিভির খুলনা বুরো প্রধান প্রবীর বিশ্বাসসহ পুরো যমুনা টিভি পরিবারকে কৃতজ্ঞতা জানান।নিজের শৈশব স্মৃতির প্রতি গভীর অনুরাগ থেকেই তিনি ঐতিহ্য সংরক্ষণকে গুরুত্ব দেন। মিলন বিশ্বাসের ভাষায়, “আমরা শৈশবে যা দেখেছি, তা আজ অনেকটাই হারিয়ে যাচ্ছে। তাই আমি চেষ্টা করি ইতিহাস ও ঐতিহ্যকে লালন করে শিল্পচর্চা চালিয়ে যেতে।”‘ জল নেতি’ যার সাইজ হাইট সাড়ে তিন ইঞ্চি তার মানে বুঝতেই পারছেন এটি কতোটা আনকমান। এটি জাদুঘরে উপহার দিয়ে আহমেদ হোসাইন ছানু বলেন, “আমাদের নবীন প্রজন্ম এ ধরনের জিনিস দেখে আনন্দ উপভোগ করবে এবং শিখবে।”

খুলনা আর্ট একাডেমির এই উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয় সাংস্কৃতিক মহলে।

জগন্নাথপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার:

জগন্নাথপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও মসজিদের মতোয়াল্লি মোঃ কামাল মিয়া (৪০) মারা গেছেন। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত কামাল মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ডের লুদরপুর ভবেবাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ গিয়াস উদ্দিন। তিনি জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ছিলেন।

জানা গেছে, শুক্রবার দুপুরে স্থানীয় একটি দোকান থেকে অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত কামাল মিয়া একটি মসজিদের মুতওয়াল্লির দায়িত্বে ছিলেন।

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ছাতকে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার (১ আগস্ট) বিকেলে ছাতক শহরের গোবিন্দগঞ্জ পয়েন্টে অবস্থিত জ্যোতি ম্যানশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা হাওর ও নদী রক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মজনু এবং পরিচালনা করেন সদস্য সচিব মো. সুহেল আলম। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ওবায়দুল হক মিলন, মো. ওবায়দুল মুন্সী এবং সদস্য মো. দবির মিয়া ও আহমদ উসমান।

আলোচনা শেষে জেলা নেতৃবৃন্দ, স্থানীয় প্রতিনিধি ও উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ৭ সদস্যবিশিষ্ট এক নির্বাচন কাউন্সিল গঠন করা হয়। এই কাউন্সিলের সর্বসম্মতিক্রমে দিলোয়ার হোসেন-কে আহ্বায়ক, সুজন তালুকদার-কে সদস্য সচিব এবং আব্দুর রহমান, হাবিবুর রহমান নাসির ও তোফায়েল খান বিপন-কে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যার কার্যকাল তিন মাস।

আগামী তিন মাসের মধ্যে এই আহ্বায়ক কমিটি একটি পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, মো. জায়েনুল মিয়া, ইমাম হাসান, মো. আখলাকুল ইসলাম ও দিলোয়ার আহমদ জয়।

সভাটি শুরু হয় সমাজকর্মী আব্দুর রহমান-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুণ সংগঠক রাজিকুল ইসলাম।

শান্তিগঞ্জে বিএনপির পূর্ব বীরগাঁও ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

 

রিপোর্ট: আমিনুর রহমান জিলু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আওতাধীন পূর্ব বীরগাঁও ইউনিয়ন শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) এক আনুষ্ঠানিক ঘোষণায় এই কমিটির অনুমোদন দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন এবং প্রথম যুগ্ম আহ্বায়ক মোঃ রওশন খান সাগর।

নতুন কমিটিতে তোফায়েল আহমেদকে আহ্বায়ক এবং সাইকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মঈনুল হোসেন, মহিবুর রহমান মবু, সিপাউর রহমান, ছাব্বির আহমদ, রাহুজ্জামান, মাহবুব খান (সাবেক মেম্বার), দুলেন মিয়া, শিরুল আহমেদ চৌধুরী ও আবু ছায়েদ।

কমিটি গঠনের পর একটি সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটির অন্তত ১০০ জনের অধিক সদস্যের উপস্থিতিতে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

ওই কমিটিতে একজন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ৫১ সদস্য থাকার কথাও বলা হয়।

প্রয়োজনে উপজেলা আহ্বায়ক কমিটির পরামর্শ গ্রহণ করারও নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিএনপির নেতাকর্মীরা আশা করছেন, এই নতুন কমিটির মাধ্যমে ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে দলের ভিত্তি আরও মজবুত হবে।

নবনিযুক্ত আহ্বায়ক তোফায়েল আহমেদ বলেন-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একটি গণমানুষের দল। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। পূর্ব বীরগাঁও ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করা এবং জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থাকা আমাদের প্রধান লক্ষ্য।”

যুগ্ম আহ্বায়ক সাইকুল ইসলাম বলেন- এই কমিটি আমাদের নতুন দায়িত্ব দিয়েছে, তবে দায়িত্বের সাথে রয়েছে বড় একটি চ্যালেঞ্জও। আমরা দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের একত্রিত করে শিগগিরই একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করব। ইনশাআল্লাহ, পূর্ব বীরগাঁও বিএনপি আবারও শক্তিশালী হয়ে উঠবে।

জগন্নাথপুরে বসতঘরের থেকে তালা ভেঙে মোটরসাইকেল চুরি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকায় বসতঘরের বারান্দার তালা ভেঙে একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোটর সাইকেল মালিক সাহাদুল ইসলাম (৪৩) অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাহাদুল ইসলাম তার বাড়ির বারান্দায় গ্রীলের ভিতরে তালাবদ্ধ অবস্থায় তার মালিকানাধীন একটি বাজাজ পালসার মোটরসাইকেল যার (রেজি. নং- SYLHET-LA-12-4272) রাখেন। গত ৩০ জুলাই রাতে আনুমানিক ১১টার দিকে তিনি ঘুমাতে যান। পরদিন ভোর ৬টায় ঘুম থেকে উঠে তিনি দেখতে পান গ্রীলের তালা ভাঙা এবং মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।

ভুক্তভোগীর ভাষ্য মতে, তিনি সঙ্গে সঙ্গে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের বিষয়টি জানান এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন, তবে মোটরসাইকেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। চুরি হওয়া গাড়িটির বাজার মূল্য আনুমানিক ২,৩০,০০০ টাকা।

এ ঘটনায় সাহাদুল ইসলাম জগন্নাথপুর থানায় উপস্থিত হয়ে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জগন্নাথপুর থানা পুলিশ জানায়, অভিযোগটি প্রাপ্তির পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং চোর শনাক্ত ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।

জগন্নাথপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ বিএনপি-জামায়াতের দুই নেতার বিরুদ্ধে

সুনামগঞ্জের জগন্নাথপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টায়- বিএনপি-জামায়াতের দুই নেতা সহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন- ভুক্তভোগী মোঃ রফিক আলী- তিনি জগন্নাথপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার বাসিন্দা মোঃ হারিছ আলীর ছেলে।

অভিযুক্ত বিএনপি জামায়াতের দুই নেতা সম্পর্কে আপন দুই ভাই – তারা হলেন- জগন্নাথপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জালাল উদ্দীনের ছেলে ৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মইনুদ্দিন মিয়া, তার ছোট ভাই ৫নং ওয়ার্ডের জামায়াত নেতা- মোঃ নূর উদ্দিন। এছাড়াও অজ্ঞাত আরো কয়েকজনের নাম অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী রফিক আলী অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তার সাথে বিবাদী মইন উদ্দিন, নুর উদ্দিন, মুজিব মিয়া, আদম আলী ও মোঃ তারেকের পূর্ব থেকেই জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে।

অভিযুক্তরা প্রায়ই তাকে রাস্তা-ঘাটে গালাগাল ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

 

ঘটনার দিন বিকালে অভিযুক্তরা লাঠি, রড ও শাবল নিয়ে তার আলীপুর এলাকার চারা রকম ভূমিতে অনধিকার প্রবেশ করে জমির আইল কেটে ফেলে জমি এবং ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে।

ভুক্তভোগী বাধা দিতে গেলে তাকে মাটিতে ফেলে ব্যাপক মারধর করা হয়।

রফিক আলী আরও জানান, এ সময় তার শোর ও চিৎকারে আশপাশের লোকজন ও সাক্ষীরা এসে তাকে উদ্ধার করেন। পরে হামলাকারীরা হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে যায়— এছাড়াও থানায় অভিযোগ অথবা মামলা করলে ভুক্তভোগীদের প্রানে মেরে ফেলার হুমকিও দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগে গত ৬ ফেব্রুয়ারী ২০২৫ ইংরেজি তারিখে এলাকাবাসীর হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করার জন্য এক সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উভয় পক্ষের স্বাক্ষর সম্বলিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়- যাতে উল্লেখ করা হয়- উভয় পক্ষ সার্বেয়ার নিযুক্ত করে আগামী এক সপ্তাহের মধ্যে যার যার অংশ বুঝে নেবেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ছাবিকুল রহমান, মোঃ কবির মিয়া, সিজিল মিয়া ও আব্দুল আহাদ নামীয় চারজন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে।

এব্যাপারে অভিযুক্ত বিএনপি নেতা মইনুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমার ব্যাপারে আনিত অভিযোগ সত্য নয়। এছাড়াও জমিটি তাদের পৈতৃক সম্পত্তি বলেও তিনি সাংবাদিকদের জানান।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুইয়া বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”