বিশ্বনাথে যুবলীগ নেতার কোম্পানিতে হামলা ভাংচুর


প্রকাশের সময় : ০৭/০৮/২০২৪, ১:৫৩ অপরাহ্ন
বিশ্বনাথে যুবলীগ নেতার কোম্পানিতে হামলা ভাংচুর

বিশ্বনাথে যুবলীগ নেতার কোম্পানিতে হামলা ভাংচুর

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মীরপুর  ইউনিয়নের বাসিন্দা মাহমুদ আলীর ছেলে যুবলীগ নেতা, যুক্তরাজ্য প্রবাসী মোঃ লোকমান হেকিমের নিজস্ব মালিকানাধীন সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের অবস্থিত সুরমা পলিমার লিমিটেড কোম্পানিতে হামলা ও ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মীরপুর  ইউনিয়নের বাসিন্দা মাহমুদ আলীর ছেলে যুবলীগ নেতা, যুক্তরাজ্য প্রবাসী মোঃ লোকমান হেকিমের নিজস্ব মালিকানাধীন প্রতিষ্ঠান সুরমা পলিমার লিমিটেড কোম্পানিতে হামলা ও ভাংচুর করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কিছু উশৃংখল নেতাকর্মী।

৫ আগস্ট ২০২৪ ইং তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পরদিনই ৬ আগস্ট মঙ্গলবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানান, হামলা কারীরা প্রতিষ্ঠানের গ্লাস, দেয়াল, চেয়ার টেবিল  ও বিদ্যুৎ মিটার ভেংগে গুরিয়ে দিয়েছে।

খবর পেয়ে বিশ্বনাথ থানা ও জগন্নাথপুর থানা পুলিশ পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে।  তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জগন্নাথপুর থানা ওসি আমিনুল ইসলাম বলেন- যে প্রতিষ্ঠানে হামলা হয়েছে সেটি বিশ্বনাথ থানার অন্তর্ভুক্ত।  তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।