তৈয়বুর রহমান, জগন্নাথপুর :সুনামগঞ্জের জগন্নাথপুরের পাঠলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীর উদ্যোগে যুক্তরাজ্য প্রত্যাবর্তন উপলক্ষে সাচায়ানী ও নন্দীরগাঁও ব্রিটিশ বাংলা এসোসিয়েশন এর সভাপতি ও বার্মিংহাম কারি ইন্ডাস্ট্রি এর অন্যতম ব্যবসায়ী, বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ মোঃ সাহীদ হোসাইন কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার দিকে ৩নং ওয়ার্ড সদস্য আবু সালেক এর বাড়িতে দুই শতাধিক মানুষের উপস্থিতিতে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ও ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড সদস্য আবু সালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালিশি ব্যক্তিত্ব ময়না মিয়া,আজক আলী,সাবেক মেম্বার জুনাব আলী, আব্দুল গফুর,অজুদ আলী, মধু মিয়া,রঞ্জু দাস,নুরুল ইসলাম,হাসনাত মিয়া,জয়নাল মিয়া,দুলাল মিয়াসহ ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন যুক্তরাজ্য প্রবাসী কমরু মিয়া,আবুল হোসেন জুয়েল,সুমন দাসসহ আরও অনেকে।
পরে সাচায়ানী ও নন্দীরগাঁও গ্রামের উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দরা এবং সংবর্ধিত অতিথি কে ক্রেস্ট দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সম্পাদক: আমিনুর রহমান জিলু, প্রকাশক: আহমেদ হোসাইন ছানু
অফিস: ২১ রাজউক এভিনিউ (৬ষ্ট তলা), মতিঝিল ঢাকা-১০০০
মোবাঃ 01715-357609, E-mail: ajkeralouk@gmail.com
Copyright © 2025 ajkeralo. All rights reserved.