জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্যাহ'র সঙ্গে জগন্নাথপুরের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
আজ ২ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ জগন্নাথপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাবিটা কমিটি নীতিমালা অনুযায়ী যথাযথভাবে গঠনে ইউএনও'র ভূমিকা প্রত্যাশা করেন।
এসময় জগন্নাথপুরের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মো: সানোয়ার হাসান সুনু, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, সাংবাদিক আলী আহমেদ, আমিনুল হক সিপন, গোবিন্দ দে, আমিনুর রহমান জিলু, হিফজুর রহমান জিয়া, ইকবাল হোসেন, জুয়েল আহমেদ, সুমিত রায় প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্যাহ সাংবাদিকের সহযোগিতা কামনা করেন ও প্রেসক্লাব নেতৃবৃন্দের নিয়ে সবধরণের কাজের আশ্বাস দেন।
সম্পাদক: আমিনুর রহমান জিলু, প্রকাশক: আহমেদ হোসাইন ছানু
অফিস: ২১ রাজউক এভিনিউ (৬ষ্ট তলা), মতিঝিল ঢাকা-১০০০
মোবাঃ 01715-357609, E-mail: ajkeralouk@gmail.com
Copyright © 2025 ajkeralo. All rights reserved.