নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথপুরে অটোরিকশা মিশুক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ বৃদ্ধ নিহত হয়েছেন এবং সিএনজি চালক সহ ৭ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান- ১২ ফেব্রুয়ারি বুধবার বিকাল ২ ঘটিকার কাছাকাছি সময়ে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর অংশে গন্ধর্বপুর শেখ পাড়া মার্কেটের সামনে যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা অটোরিকশা মিশুক এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন বৃদ্ধ রাকেশ রায় (৭০), তিনি হবিগঞ্জ সদর উপজেলার উমেদ নগর গ্রামের মৃত মোহন রায়ের ছেলে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
সম্পাদক: আমিনুর রহমান জিলু, প্রকাশক: আহমেদ হোসাইন ছানু
অফিস: ২১ রাজউক এভিনিউ (৬ষ্ট তলা), মতিঝিল ঢাকা-১০০০
মোবাঃ 01715-357609, E-mail: ajkeralouk@gmail.com
Copyright © 2025 ajkeralo. All rights reserved.