สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা - ajkeralo

জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা


প্রকাশের সময় : ২৫/০৩/২০২৫, ১:০৬ অপরাহ্ন
জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের আক্তার হোসেন, জুনাব আলী, আঙ্গুর মিয়া, মিলিক মিয়ার উপর যে মিথ্যা অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও তাদের বিরুদ্ধে মানহানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খাশিলা গ্রামবাসীর সর্বস্তরের জনসাধারন।

শনিবার (২২ মার্চ) দুপুরে খাশিলা গ্রামে বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতিতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

খাশিলা গ্রামের বিশিষ্ট মুরব্বী  নুরুল ইসলামের সভাপতিত্বে ও হেলাল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন হামিদ আলী, পৌরস মিয়া, আনোয়ার আলী, ফয়জুল মিয়া, ফিরোজ আলী, আম্বর মিয়া, মিন্টু দাশ, ধন মিয়া, ইজ্জাদ মিয়া সহ আরো অনেকে।

বক্তারা বলেন, খাশিলা গ্রামে দুটি পক্ষ দীর্ঘদিন ধরে গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা মোকাদ্দমা চলমান রয়েছেন। এর জের  ধরে আক্তার হোসেন, জুনাব আলী, আঙ্গুর মিয়া ও মিলিক মিয়ার বিরুদ্ধে একটি খামারে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ এনে ২/৩ টি অনলাইন পোর্টাল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার করা হয়েছে তা সঠিক নয়। বক্তারা এধরনে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।