নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যুক্তরাজ্য প্রবাসী এক যুবলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। উপজেলার মীরপুর ইউনিয়নের কচুরকান্দি গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ লোকমান হেকিমের বাড়িতে গত ২৩ এপ্রিল বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী লোকমান হেকিম সম্প্রতি লন্ডনে একটি বিক্ষোভ সমাবেশে অংশ নেন, যেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন। এ সম্পর্কিত কয়েকটি ছবি ও মন্তব্যসহ একটি স্ট্যাটাস তিনি গত ২৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।
এই স্ট্যাটাসকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথপুর উপজেলা আহবায়ক সিপন আহমেদের নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে করে সাত থেকে আটজন দুর্বৃত্ত লোকমান হেকিমের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট চালায় এবং প্রবাসীর চাচাতো ভাইকে মারধর করে গুরুতর আহত করে। হামলায় প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
হামলাকারীরা বাড়ির লোকজনকে হুমকি দিয়ে বলেন, কেন সরকারকে কটাক্ষ করে স্ট্যাটাস দেওয়া হয়েছে, তা জানতে চান। একইসঙ্গে উক্ত স্ট্যাটাসটি ডিলিট করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত সিপন আহমেদের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জরুরি কাজে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সারা দেশের মতো প্রবাসী যুবলীগ নেতা লোকমান হেকিমের পরিবারও একাধিকবার হামলার শিকার হয়েছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
সম্পাদক: আমিনুর রহমান জিলু, প্রকাশক: আহমেদ হোসাইন ছানু
অফিস: ২১ রাজউক এভিনিউ (৬ষ্ট তলা), মতিঝিল ঢাকা-১০০০
মোবাঃ 01715-357609, E-mail: ajkeralouk@gmail.com
Copyright © 2025 ajkeralo. All rights reserved.