স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল হোসেনের নেতৃত্বে এসআই দিপংকর হালদার, এসআই হাদি আব্দুল্লাহ ও সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
এ সময় অভিযান চালিয়ে গোলাম রব্বানী (৫০), পিতা- মৃত নাইব আলী, সাং- ইসলামপুর, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৭,৫০০ টাকা।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রহরায় ২৮ এপ্রিল ২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের মাধ্যমে এলাকার অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: আমিনুর রহমান জিলু, প্রকাশক: আহমেদ হোসাইন ছানু
অফিস: ২১ রাজউক এভিনিউ (৬ষ্ট তলা), মতিঝিল ঢাকা-১০০০
মোবাঃ 01715-357609, E-mail: ajkeralouk@gmail.com
Copyright © 2025 ajkeralo. All rights reserved.