নিজস্ব প্রতিবেদক:
জেলা প্রশাসক, সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫”-এ অংশগ্রহণের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা ফুটবল দল গঠনের জন্য এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩০ এপ্রিল ) বুধবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইবরাহীম।
সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সানোয়ার হাসান সুনু, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমোদিত কোচ রুহুল আমিন রাহুল, ক্রীড়া সংগঠক আফজাল হোসেন ফজর আলী, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শামছুল ইসলাম জাবির, ক্রীড়ানুরাগী ও ফুটবলার আব্দুল কাহার, সুহেল আহমদ, আলী আহমদ, অলিউর রহমান, এনামুল হক, আলী নূর রহমান, আজহারুল ইসলাম মোশাহিদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্রীড়া সংগঠক ও ফুটবল খেলোয়াড়বৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ০৩ মে ২০২৫, শনিবার থেকে টানা তিনদিনব্যাপী জগন্নাথপুর উপজেলার ইকড়ছই হারুনুর রশীদ হিরণ মিয়া স্টেডিয়ামে খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রতিদিন কার্যক্রম শুরু হবে বেলা ২টা থেকে।
এতে জগন্নাথপুর উপজেলার আগ্রহী ফুটবলারদের যথাসময়ে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ এবং প্রয়োজনীয় খেলাধুলার সরঞ্জামসহ উপস্থিত হয়ে বাফুফে লাইসেন্সধারী কোচ রুহুল আমিন রাহুল-এর কাছে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :