প্রেস বিজ্ঞপ্তিঃ
জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় একজন আসামী এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন আসামীসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) দীপংকর হালদার ও এএসআই (নিরস্ত্র) কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে জগন্নাথপুর থানা এলাকায় অভিযান চালিয়ে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. এনাম মিয়া (৪০), পিতা: মৃত আব্দুল জলিল, সাং: পূর্ব ভবানীপুর, ৮নং ওয়ার্ড, জগন্নাথপুর পৌরসভা। তিনি জগন্নাথপুর থানায় দায়েরকৃত মামলা নং-০৮, তারিখ-০৯/০৫/২০২৫, ধারা- 143/323/324/325/326/307/379/354/506(2) পেনাল কোড ১৮৬০-এর একজন এজাহারনামীয় আসামী।
২. মোঃ সাজ্জাদ আহমদ (৩৫), পিতা: জমশেদ আলী, সাং: ইসহাকপুর, জগন্নাথপুর। তিনি জিআর মামলা নং-১২৮/২১-এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জগন্নাথপুর থানা পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
সম্পাদক: আমিনুর রহমান জিলু, প্রকাশক: আহমেদ হোসাইন ছানু
অফিস: ২১ রাজউক এভিনিউ (৬ষ্ট তলা), মতিঝিল ঢাকা-১০০০
মোবাঃ 01715-357609, E-mail: ajkeralouk@gmail.com
Copyright © 2025 ajkeralo. All rights reserved.