মুসলমানদের প্রথম কাবা —
মসজিদে আল-আকসা।
হযরত সোলায়মানের নির্মিত মসজিদ,
মুসলিম বিশ্বের প্রথম কেবলা!
আম্বিয়াগণের স্মৃতিবিজড়িত মসজিদুল আকসা।
চিরনিদ্রায় শায়িত আছেন হযরত ইব্রাহিম ও মা সারা,
ফিলিস্তিনের সেই সম্মান বুঝে সকল মু’মিন-মুসলমান।
ঈস্রায়িলির কূদৃষ্টির থেকে রক্ষা করো
আল-আকসা ও ফিলিস্তিন।
ইসলাম ও মুসলিমের সম্মান রক্ষা করা তোমার শান!
তুমি মেহেরবান গো আল্লাহ,
তুমি মেহেরবান।
বজায় রাখিও মসজিদুল আকসার শান ও মান!
কাব্যিক বাক্যে করি প্রার্থনা —
গোনাহগার বান্দা এস. কে. হাসান।
প্রভু, তুমি দয়াময় — রাহিম, রাহমান।
রচনাকালঃ ২৪-১০-২০২৪ ইং
সম্পাদক: আমিনুর রহমান জিলু, প্রকাশক: আহমেদ হোসাইন ছানু
অফিস: ২১ রাজউক এভিনিউ (৬ষ্ট তলা), মতিঝিল ঢাকা-১০০০
মোবাঃ 01715-357609, E-mail: ajkeralouk@gmail.com
Copyright © 2025 ajkeralo. All rights reserved.