জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে জামায়াতে ইসলামী যুব বিভাগের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে ২০২৫) বিকাল ৪টায় রানীগঞ্জ জামায়াতের অফিসে এক সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী যুব বিভাগের উপজেলা সভাপতি রিয়াজ উদ্দিন রাজু এবং সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আ কাদির লাক্সন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি ও উপজেলা যুব ও ক্রীড়া সম্পাদক আ হ ম ওয়ালীউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নেছার উদ্দীন, রানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ আব্দুল মুক্তাদির খালেদ, পেশাজীবী শাখার সভাপতি ও রানীগঞ্জ বাজার সেক্রেটারি আবুল কাশেম, যুব নেতা ছাদিকুর রহমান, শাহান উদ্দিন, শিপন মিয়া, শাহেদ তালুকদার প্রমুখ।
আলোচনা পর্ব শেষে রানীগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের নতুন কমিটি ঘোষণা করেন উপজেলা যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিপন মিয়া এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহেদ তালুকদার।
আপনার মতামত লিখুন :