জগন্নাথপুরে ওয়ালটনের পুরস্কার খালেদার হাতে তুলে দিলেন চিত্রনায়ক আমিন খান
প্রকাশের সময় : ২১/০৫/২০২৫, ৪:৪১ অপরাহ্ন

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশের স্বনামধন্য ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ‘মিলিয়নিয়ার অফার’-এর আওতায় এক লক্ষ টাকার ক্যাশ ভাউচার লাভ করেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা খালেদা বেগম। তিনি জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ পপুলার ইলেকট্রনিক্স ওয়ালটন শো-রুম থেকে একটি ফ্রিজ ক্রয়ের মাধ্যমে এই পুরস্কারের অধিকারী হন। এই উপলক্ষে আজ ২১ মে, বুধবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে পপুলার ইলেকট্রনিক্সের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও দেশের খ্যাতনামা চিত্রনায়ক আমিন খান। তিনি নবীন-প্রবীণ জনতার করতালির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খালেদা বেগমের হাতে এক লক্ষ টাকার ক্যাশ ভাউচার পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পপুলার ইলেকট্রনিক্স ও ওয়ালটন শো-রুম, জগন্নাথপুর-এর স্বত্বাধিকারী জামাল উদ্দিন বেলাল। প্রধান অতিথি আমিন খান তাঁর শুভেচ্ছা বক্তব্যে ওয়ালটনের পণ্যের গুণগত মান ও দেশীয় পণ্যের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “ওয়ালটন কেবল একটি কোম্পানিই নয়, এটি বাংলাদেশের গর্ব।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ওয়ালটনের ডিভিশনাল সেলস ম্যানেজার আসাদুজ্জামান,অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মামুনুর রশীদ, রিজিওনাল সেলস ম্যানেজার ইমাদ উদ্দিন, পপুলার ইলেকট্রনিক্সের প্রোপ্রাইটার জুলফিকার আহমদ মনি,জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ, পপুলার ইলেকট্রনিক্স-৩ এর ম্যানেজার খাইরুল হাসান রূপা, নাবিলা ইলেকট্রনিক্সের পরিচালক সাদিকুর রহমান, মাহিমা রেস্টুরেন্টের পরিচালক মোঃ মকবুল হোসেন ভূঁইয়া, ব্যবসায়ী শাহজাহান মিয়া, তদারকি কমিটির সহ-সাধারণ সম্পাদক লিটন মিয়া, ব্যবসায়ী নুর মোহাম্মদ, শ্যামল গোপ ও মুহিবুল ইসলাম বুলবুল সহ আরো অনেকে। বর্ণাঢ্য এ আয়োজনে অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
Post Views: 25,877
আপনার মতামত লিখুন :