জগন্নাথপুরে নিরীহ বৃদ্ধকে হামলা করে আহত, থানায় অভিযোগ
জগন্নাথপুর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. তহুর উদ্দিন (৬০) নামের এক নিরীহ বৃদ্ধকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। রোববার (৬ জুলাই) বেলা আনুমানিক ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগসূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. তহুর উদ্দিন বৈঠাখালী খালে গোসল শেষে নিজ বাড়িতে ফেরার পথে ইকড়ছই এলাকার আনা মিয়া, ময়না মিয়া ও এলিন মিয়ার বাড়ির সামনে পৌঁছালে, একই এলাকার বাসিন্দা মো. শুকুর আলী (৩৫), পিতা: ফজর আলী, পেশায় সিএনজি চালক, পূর্ব শত্রুতার জেরে তার উপর অতর্কিতে হামলা চালায়।
শুকুর আলী নৌকার লগি দিয়ে তহুর উদ্দিনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করে। এতে তিনি ডান উরু, ডান হাত, ডান পায়ের মাংসপেশীসহ শরীরের বিভিন্ন অংশে নীলাফুলা জখম ও মারাত্মক আঘাতে গুরুতর আহত হন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত শুকুর আলী পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত তহুর উদ্দিনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ বিষয়ে সোমবার (৭ জুলাই) জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযোগপত্রে স্থানীয় দুইজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে উল্লেখ রয়েছেন—সুয়েব মিয়া (২৫), পিতা: আলী হোসেন, সাং: আল খানার পাড় (ইসলামপুর), এবং মোঃ জুবেল মিয়া (৩২), পিতা: আয়না মিয়া, সাং: ইকড়ছই।
এ বিষয়ে জগন্নাথপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: আমিনুর রহমান জিলু, প্রকাশক: আহমেদ হোসাইন ছানু
অফিস: ২১ রাজউক এভিনিউ (৬ষ্ট তলা), মতিঝিল ঢাকা-১০০০
মোবাঃ 01715-357609, E-mail: ajkeralouk@gmail.com
Copyright © 2025 ajkeralo. All rights reserved.