রিপোর্ট: আমিনুর রহমান জিলু
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর, বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রবীণ আলেম এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, “দীর্ঘ ৪০ বছর আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আমি আপনাদের সন্তান হিসেবে সকল ভুলভ্রান্তি ক্ষমা করে আবারও সংসদে কথা বলার সুযোগ চাই।” আজ মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেল ৩টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে সৈয়দপুর বাজারে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সৈয়দ সানাওয়ার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শামসুদ্দিন আহমদ ও মাওলানা সৈয়দ শামীম আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—জেলা উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা সৈয়দ শাহীদ আহমদ, সাবেক সহ-সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর। বক্তব্য রাখেন —আল্লামা আনসারী (রহ.)-এর সুযোগ্য সন্তান ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা সাইফুল্লাহ আনসারী। আরও বক্তব্য রাখেন—জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ফেদাউল হক্ব, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি সৈয়দ নাসির আহমদ, উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালী, সাবেক সহ-সভাপতি মাওলানা সৈয়দ তহুর আহমদ তৈফুর, সহ-সভাপতি মাওলানা নুরুজ্জামান, মুফতি আকমল হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা এম. সাইফুর রহমান সাজাওয়ার, যুব মজলিস সুনামগঞ্জ জেলা সাংগঠন বিভাগ সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, শ্রমিক মজলিস জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক ওলিউর রহমান চান মিয়া, উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ, মাওলানা মাসরুর আহমদ খান, পৌর খেলাফত নেতা ডা. ওয়ালিউল্লাহ ওলি, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালিন, আশারকান্দী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি হাফিজ শায়খ আহমদ মামুন, মুকিম খান ও মাহমুদুল হাসান প্রমুখ। সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান। বক্তৃতায় এলাকায় চলমান বিভিন্ন সমস্যা, সমাজ সংস্কার এবং ইসলামি মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য উঠে আসে।
সম্পাদক: আমিনুর রহমান জিলু, প্রকাশক: আহমেদ হোসাইন ছানু
অফিস: ২১ রাজউক এভিনিউ (৬ষ্ট তলা), মতিঝিল ঢাকা-১০০০
মোবাঃ 01715-357609, E-mail: ajkeralouk@gmail.com
সর্বস্বত্ত সংরক্ষিত ajkeralo.com