

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও মসজিদের মতোয়াল্লি মোঃ কামাল মিয়া (৪০) মারা গেছেন। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কামাল মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ডের লুদরপুর ভবেবাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ গিয়াস উদ্দিন। তিনি জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ছিলেন।
জানা গেছে, শুক্রবার দুপুরে স্থানীয় একটি দোকান থেকে অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত কামাল মিয়া একটি মসজিদের মুতওয়াল্লির দায়িত্বে ছিলেন।
আপনার মতামত লিখুন :