স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট সমাজসেবক সফল ব্যবসায়ী ও কন্ট্রাক্টর আব্দুর রহিম পীর সাহেব (৬৬) আর নেই। শুক্রবার (১২ জুলাই ২০২৫) দুপুর ১টা ২০ মিনিটে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, চার পুত্র, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুর রহিম ১৯৫৯ সালের ৫ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বাড়ী জগন্নাথপুর (মুন্সিপাড়া) গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ ফরিদ উল্লা ও মাতার নাম মোছা: মধুমালা বেগম। তারা ছিলেন চার ভাই ও চার বোন। ভাইদের মধ্য তিনি দ্বিতীয়। পারিবারিক জীবনে তিনি ছিলেন একজন আদর্শ পিতা ও দায়িত্বশীল অভিভাবক।
ব্যবসায়িক জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ ও নীতিবান। কন্ট্রাক্টর (টিকাদারী) পেশার পাশাপাশি নিজস্ব উদ্যোগে গড়ে তুলেছিলেন ‘আল আমিন মৎস্য খামার’, ‘আল আমিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ এবং ‘আল আমিন উড অ্যান্ড স্টিল মেটাল ইন্ডাস্ট্রিজ’। তাঁর এসব প্রতিষ্ঠান এলাকার বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ করে দেয় এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।
জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি সততা, মানবতা ও ন্যায়ের অনুসরণ করতেন। তার আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও ব্যবসায়ী সহকর্মীদের মতে, তিনি ছিলেন একজন পরোপকারী, বিনয়ী ও প্রজ্ঞাবান মানুষ। সামাজিক ও পারিবারিক সংকটে তিনি সকলের জন্য ছিলেন নির্ভরতার প্রতীক।
আজ সোমবার (১৪ জুলাই) বিকেল ৬টায় মুন্সিপাড়া জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, পরিচিতজন ও এলাকাবাসী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :