জগন্নাথপুরে “একজোট বন্ধু মহল যুব সংগঠন” এর আত্মপ্রকাশ


প্রকাশের সময় : ১৮/০৮/২০২৫, ১২:২৮ অপরাহ্ন
জগন্নাথপুরে “একজোট বন্ধু মহল যুব সংগঠন” এর আত্মপ্রকাশ

রিপোর্ট: আমিনুর রহমান জিলু 

সুনামগঞ্জের জগন্নাথপুর ও আশেপাশের এলাকার ৫৭ জন তরুণের উদ্যোগে গড়ে উঠেছে সামাজিক ও মানবিক সংগঠন “একজোট বন্ধু মহল যুব সংগঠন”।
২০১৯ সালের ১৫ আগস্ট “একজোট বন্ধু মহল” নামে বন্ধুত্বের বন্ধন থেকে যাত্রা শুরু করা এ সংগঠনটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যুব সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে।

“একজোট বন্ধু মহল যুব সংগঠন”-এর মূল লক্ষ্য হলো— অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক অবক্ষয় রোধে প্রচার কার্যক্রম চালানো এবং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা। সংগঠনের মূলনীতি হচ্ছে— সত্য, একতা ও বিশ্বাস।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কমিটি গঠন করেনি। কারণ হিসেবে উল্লেখ করা হয়, “এই সংগঠনের মূলনীতি হলো সবাই মিলে একতাবদ্ধভাবে মানুষের সেবা করা। প্রতিটি সদস্যই নিজ দায়িত্ব থেকে সমাজের পাশে থাকার অঙ্গীকার করেছেন।” তবে সংগঠনের আর্থিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দুইজন সদস্যকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

দেশে-বিদেশে সদস্যদের অংশগ্রহণ
দেশে ও প্রবাসে থাকা নবীন-প্রবীণদের সমন্বয়ে সংগঠনটি কার্যক্রম চালাচ্ছে। প্রবাসী সদস্যরা নিয়মিত যোগাযোগ, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে সংগঠনের শক্তিকে আরও সমৃদ্ধ করছেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য প্রবাসী সদস্যরা হলেন—

মোঃ রুহুল আমীন (উমান প্রবাসী, কেশবপুর)

মোঃ ইমন আহমদ (দুবাই প্রবাসী, চিলাউড়া রসুলপুর)

মোঃ শাহান আহমদ (ইতালি প্রবাসী, চিলাউড়া রসুলপুর)

মোঃ আলিফ উদ্দিন (সৌদি আরব প্রবাসী, চকাছিমপুর)

মোঃ লাবিব আহমদ (সৌদি আরব প্রবাসী, এরালিয়া)

মোঃ জুনাক আহমদ (ফ্রান্স প্রবাসী, চিলাউড়া রসুলপুর)

এছাড়া কেশবপুর, চিলাউড়া, এরালিয়া, ইসাহাকপুর, হবিবপুর আশিঘর, ঘোষগাঁও, সৈয়দপুর, বনগাঁও ও পাটলীসহ জগন্নাথপুরের বিভিন্ন এলাকার তরুণরা সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন এই সংগঠনে। তারা হলেন-

১. শাহ্ মো রুকন আলী – আছিম শাহ্ দরবার শরীফ জগন্নাথপুর
২. মো আলি হায়দার শাওন – কেশবপুর পশ্চিম পাড়া
৩. মো : মাছুম খান – কেশবপুর
৪. মো তোহাদ তালুকদার – হবিবপুর আশিঘর
৫. মো জমজম আহমদ – চিলাউড়া
৬. মো আরমান খান – চিলাউড়া
৭. মো নাইম আহমদ – কেশবপুর
৮. মো ইব্রাহিম পাশা – কেশবপুর
৯. মো রুয়েল আহমদ – কেশবপুর
১০. মো শাহান মিয়া – চিলাউড়া
১১. মো নাইম আহমদ – ইসাহাকপুর
১২. মো আক্তার আলী – হবিবপুর আশিঘর
১৩. মো সিরাজুল ইসলাম – চিলাউড়া
১৪. মো আরিয়ান সাদিক – কেশবপুর
১৫. মো ফাবেল আহমেদ – পাটলী
১৬. মো মুকিত হাসান – কেশবপুর
১৭. মো নুরুল জামান হাসান – ইসাহাকপুর
১৮. মো রিমন মিয়া – হবিবপুর আশিঘর
১৯. মো নাজিম আহমদ – কেশবপুর
২০. মো সাকিল আহমদ – কেশবপুর
২১. মো রাজ আহমদ – বাড়ি জগন্নাথপুর
২২. মো মাহফুজ আহমদ ১ – চিলাউড়া
২৩. মো নাজমুল আহমদ – চিলাউড়া
২৪. মো মুনেম আহমদ – এরালিয়া
২৫. মো সাইদুর মিয়া ১ – কেশবপুর
২৬. মো মুজাহিদ আহমদ – চিলাউড়া
27. মো অনিক আহমদ – চিলাউড়া
২৮. মো সাকিল মিয়া – কেশবপুর
২৯. মো তানভির আহমদ – বনগাঁও
৩০. মো এনাম আহমদ – কেশবপুর
৩১. মো মুরাদ আহমদ – বাড়ি জগন্নাথপুর
৩২. মো আরিয়ান আহমদ অপু – কেশবপুর
৩৩. মো সুহান আহমদ – হবিবপুর আশিঘর
৩৪. প্রশন্ত রাজ – হবিবনগর
৩৫. মো সাফায়ত মিয়া – কেশবপুর
৩৬. মো সাইদুর মিয়া ২ – কেশবপুর
৩৭. মো মামুন মিয়া – চিলাউড়া
৩৮. মো মাহফুজ আহমদ ২ – চিলাউড়া
৩৯. মো মাহিন আহমেদ – এরালিয়া
৪০. মো সাহেল আহমদ – কেশবপুর
৪১. মো রাহুল আহমদ – কেশবপুর
৪২. মো সুজল আহমদ – কেশবপুর
৪৩. মো সুহেল আহমদ – হবিবপুর আশিঘর
৪৪. মো আমজাদ আলী – হবিবপুর আশিঘর
৪৫. মো জুবায়ের আহমদ – চিলাউড়া
৪৬. মো শাহ্ মারুফ আহমদ – হবিবপুর আশিঘর
৪৭. মো শাহান আহমদ – ঘোষগাও
৪৮. মো আলাউদ্দিন তালুকদার – সৈয়দপুর
৪৯. মো রেদোয়ান আহমদ – কেশবপুর
৫০. মো মুজিবুর রহমান – হবিবপুর আশিঘর
৫১. মো ইকবাল হোসেন – ইসাহাকপুর

সংগঠনের ৫৭ জন সদস্য একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সমাজসেবায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা আশাবাদী, “একজোট বন্ধু মহল যুব সংগঠন” মানুষের কাছে সম্মান ও ভালোবাসার স্থান করে নিতে সক্ষম হবে।

সংগঠনের পক্ষ থেকে প্রবাসী সদস্যদের জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও অকৃত্রিম ভালোবাসা।