প্রতিষ্ঠার ৫ বছর পূর্তি উদযাপন করলো প্রবাসী স্বজনশ্রী-ইসমাঈল চক এসোসিয়েশন


প্রকাশের সময় : ০৯/০৫/২০২৫, ১:০২ পূর্বাহ্ন
প্রতিষ্ঠার ৫ বছর পূর্তি উদযাপন করলো প্রবাসী স্বজনশ্রী-ইসমাঈল চক এসোসিয়েশন

প্রতিষ্ঠার ৫ বছর পূর্তি উদযাপন করলো প্রবাসী স্বজন শ্রী ইসমাঈল চক এসোসিয়েশন
১০ জন কর্মী সদস্যকে দেওয়া হয় সম্মাননা স্মারক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউরা হলদিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রাণের সংগঠন প্রবাসী স্বজন শ্রী ইসমাঈল চক এসোসিয়েশন আজ ৮ই মে উদযাপন করলো তাদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। “নতুন আলোর প্রত্যয়ে” সংগঠনটি পা রাখলো ৬ষ্ঠ বছরে।

এ উপলক্ষে গতকাল ৮ই মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সাবেক মেম্বার ফারুক মিয়ার বাড়ীতে এক মিলন মেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার ফারুক মিয়া, এবং পরিচালনা করেন সাইফুল ইসলাম জাবেদ,

 

২০২০ সালের ৮ই মে প্রতিষ্ঠিত হয় এই মানবতাবাদী স্বেচ্ছাসেবী সংগঠনটি। প্রবাসে থাকা কয়েকজন সিনিয়র ও জুনিয়র ভাইয়ের সম্মিলিত প্রচেষ্টায় গঠিত এই সংস্থাটি বিগত পাঁচ বছরে নানামুখী মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমের মধ্য দিয়ে এলাকাবাসীর আস্থা অর্জন করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়— “এই পথচলায় যাঁরা সম্মিলিতভাবে সহযোগিতা করেছেন, আমরা তাঁদের সকলের প্রতি চির কৃতজ্ঞ। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সকল প্রতিষ্ঠাতা ভাইদের, যাঁদের উদ্যোগ, পরিশ্রম ও আত্মত্যাগে আজকের এই প্রবাসী স্বজন শ্রী ইসমাঈল চক এসোসিয়েশন গড়ে উঠেছে।”

সংগঠনটির গত পাঁচ বছরের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের মধ্যে রয়েছে:

  • বৃক্ষরোপণ কর্মসূচি
  • শীতবস্ত্র বিতরণ
  • দরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ
  • পবিত্র রমজানে ইফতার বিতরণ
  • ৩টি অসহায় পরিবারকে ঘর নির্মাণে সহায়তা
  • মসজিদ নির্মাণে আর্থিক অনুদান
  • অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা
  • করোনা মহামারিতে ত্রাণ বিতরণ
  • লকডাউনে কর্মহীনদের পাশে খাদ্য সহায়তা
  • এলাকায় রাস্তা ও সাইনবোর্ড স্থাপন

এসব কার্যক্রম স্বেচ্ছাশ্রম ও প্রবাসীদের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে বলে জানায় সংগঠনটি।

অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের কার্যকরী সদস্যদের মধ্যে সাইফুল ইসলাম জাবেদ, আলাউর রহমান, তারেক আহমেদ মিটু, হাবিবুর রহমান, জয়নাল আবেদীন, রুহুল আমিন, পারেক আহমেদ, নাহিদ ইসলাম, আজহার হোসেন, ইস্তিয়াক আহমেদ ও জুনায়েদ আহমেদ— এই ১০ জনকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড মেম্বার নুরুল মিয়া,মাসুক মিয়া,বদরুল মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 

প্রবাসী স্বজন শ্রী ইসমাঈল চক এসোসিয়েশন-এর পক্ষ থেকে বাংলাদেশে ৬নং ওয়ার্ডের সকল স্বেচ্ছাসেবক, প্রবীণ মুরব্বি ও অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

ধন্যবাদান্তে,
প্রবাসী স্বজন শ্রী ইসমাঈল চক এসোসিয়েশন
চিলাউরা হলদিপুর ইউনিয়ন, ৬নং ওয়ার্ড, জগন্নাথপুর, সুনামগঞ্জ।