সিরিয়াল খুনি সুজেল শিকদারকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান, পুরস্কার ঘোষণা


প্রকাশের সময় : ০৪/১০/২০২৩, ১০:১০ পূর্বাহ্ন
সিরিয়াল খুনি সুজেল শিকদারকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান, পুরস্কার ঘোষণা

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দুলার বাজার এলাকার বাসিন্দা মোঃ সুজেল শিকদার (৩৬) নামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে খুঁজছে পুলিশ। ছাতক থানা পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি একজন সিরিয়াল খুনি এবং দীর্ঘদিন ধরে সে ছদ্দনামে জগন্নাথপুর উপজেলার ফতেহপুর গ্রামের মো: কামরুল হাসান জাবেদ এর বাড়িতে আত্মগোপনে ছিল। পুলিশ যাওয়ার খবর পেয়ে সেখান থেকেও সে পালিয়ে যায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পিতা লেয়াকত শিকদার ও মাতা খইরুন নেছার সন্তান সুজেল শিকদার প্রতারণার আশ্রয়ে বিভিন্ন এলাকায় অবস্থান করে আসছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলার ওয়ারেন্ট রয়েছে।

জনগণের সহযোগিতা কামনা করে ছাতক থানা পুলিশ জানিয়েছে, যে কেউ সুজেল শিকদারের অবস্থান সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করলে তাকে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা পুরস্কার প্রদান করা হবে।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“আমরা জননিরাপত্তার স্বার্থে এই পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারে তৎপর রয়েছি। যদি কোনো ব্যক্তি তথ্য দিয়ে সহযোগিতা করেন, তার পরিচয় গোপন রাখা হবে এবং পুরস্কার প্রদান করা হবে।”

তথ্য প্রদানের জন্য যোগাযোগ:
অফিসার ইনচার্জ, ছাতক থানা, সুনামগঞ্জ।
মোবাইল: ০১৫৬৩-২১৮৯৬৩