জগন্নাথপুরে ভূমি নিয়ে বিরোধ: প্রবাসীর নিজ ভুমিতে ঘর নির্মানে বাধা দেয়ায় থানায় অভিযোগ দায়ের


প্রকাশের সময় : ০৩/০৫/২০২৫, ১০:১২ অপরাহ্ন
জগন্নাথপুরে ভূমি নিয়ে বিরোধ: প্রবাসীর নিজ ভুমিতে ঘর নির্মানে বাধা দেয়ায় থানায় অভিযোগ দায়ের

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভার ইনাতনগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসী ব্যক্তিকে হুমকি-ধমকি ও সন্ত্রাসী আচরণের অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ হাসিদ উল্লাহ (৬৯) জগন্নাথপুর থানায় দায়ের করা এক অভিযোগে উল্লেখ করেন, তাঁর নিজস্ব ভোগদখলীয় ভূমিতে নির্মাণকাজ শুরু করলে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি বাধা প্রদান করে এবং তাকে ও তাঁর নিযুক্ত শ্রমিকদের ওপর মারমুখী আচরণ করে। জগন্নাথপুরে ভূমি নিয়ে বিরোধ: প্রবাসীর নিজ ভুমিতে ঘর নির্মানে বাধা দেয়ায় থানায় অভিযোগ দায়ের

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ২০২৫ ইং তারিখ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে ইনাতনগর মৌজাস্থিত তার মালিকানাধীন ভূমিতে টিনসেড ঘর ভেঙে নতুন ভবন নির্মাণকাজ শুরু করেন। এ সময় মোঃ তারেক মিয়া (৩৫), সৈয়দ সাজলু মিয়া (৩৫) ও তাদের সাথে থাকা আরও ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি কাজ বন্ধ করে দেয়ার চেষ্টা করে এবং শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে।

প্রবাসী হাসিদ উল্লাহ বলেন, “আমি আমার পৈতৃক ভোগদখলীয় জমিতে ঘর নির্মাণ করতে গেলে বিবাদীরা বাধা দেয়। আমি প্রতিবাদ করলে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মারমুখী আচরণ করে। আশপাশের লোকজন ও স্বাক্ষীগণ এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।”

তিনি আরও বলেন, “বিবাদীরা হুমকি দেয়—আমি যদি ঘর নির্মাণ চালিয়ে যাই, তাহলে তারা দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত হবে। বর্তমানে তারা আমার বাড়ির আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। এতে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” জগন্নাথপুরে ভূমি নিয়ে বিরোধ: প্রবাসীর নিজ ভুমিতে ঘর নির্মানে বাধা দেয়ায় থানায় অভিযোগ দায়ের

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট জমির পরিমাণ ০.০৮২৩ শতক এবং এটি ইনাতনগর মৌজার জেএল নং-৭৩, খতিয়ান নং-২১৩, দাগ নং-৮.১০ এর অধীনস্থ বাড়ি ও কবরস্থানের শ্রেণিভুক্ত ভূমি।

এ ব্যাপারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হলেও নিরুপায় হয়ে প্রবাসী মোহাম্মদ হাসিদ উল্লাহ থানায় অভিযোগ দায়ের করেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে তিনি নিরাপদে তার সম্পত্তিতে নির্মাণ কাজ চালিয়ে যেতে পারেন। জগন্নাথপুরে ভূমি নিয়ে বিরোধ: প্রবাসীর নিজ ভুমিতে ঘর নির্মানে বাধা দেয়ায় থানায় অভিযোগ দায়ের

জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুইয়া বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জগন্নাথপুরে ভূমি নিয়ে বিরোধ: প্রবাসীর নিজ ভুমিতে ঘর নির্মানে বাধা দেয়ায় থানায় অভিযোগ দায়ের